ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘন হলেই কঠোর জবাব : সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৭, ২০২০, ০৭:০৮ পিএম

সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি লঙ্ঘন হলেই কঠোর জবাব দেওয়া হবে। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। তারা বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় তারা পূর্ণ প্রস্তুত রয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে দামেস্ক। কারণ এরই মধ্যে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুল ওয়াতানি আল-তাহরির’র মুখপাত্র নাজি আল মুস্তাফা বলেছেন, তুরস্ক ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে এখনও তারা তা মেনে নেয় নি। বিষয়টি তারা বিশ্লেষণ করে দেখছে। নিজেদের মধ্যে আলোচনার পর তারা তাদের অবস্থান ঘোষণা করবে বলে জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন এবং দীর্ঘ আলোচনার পর তারা যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হন।

এরপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানান।  সূত্র : পার্সটুডে

 

 

আগামীনিউজ/সবুজ/মামুন