করোনাভাইরাস: একদিনেই ইতালিতে মৃত্যু ৪৯

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৭, ২০২০, ১১:৫৩ এএম

ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৯ জন। যার ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১৯৭ এ দাঁড়িয়েছে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।


এক বিবৃতিতে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, শুক্রবার (৬ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে ৪৯ জন মারা গেছে। যা চীনের বাইরে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু। যার প্রেক্ষিতে চীনের বাইরে এখন সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে।

দেশটির স্বাস্থ্য ইন্সটিটিউট জানায়, মারা যাওয়া ব্যক্তিদের গড় বয়স ৮১ ও তারা সকলেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া মৃতের মধ্যে ৭২ শতাংশ পুরুষ বলে জানায় তারা।

ইতালির সরকারি তথ্য অনুসারে, করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ৪ দশমিক ২৫ শতাংশ লোক মারা গেছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ হার।

বয়স্ক মানুষের জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে ইতালি অন্যতম।

এর আগে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ১০ দিনের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ইতালি সরকার। এছাড়া সমস্ত খেলাধুলা এক মাস দর্শকবিহীনভাবে হবে বলেও জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৩ হাজারের বেশি লোক চীনেই মারা গেছে।

ডব্লিউএইচও'র প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার ঘটনাকে গভীর উদ্বেগ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তিনি সব দেশকে এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।

আগামীনিউজ/হাসি