৫ দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো নেপাল

আগামী নিউজ প্রতিবেদক মার্চ ৬, ২০২০, ০২:০৬ পিএম

ঢাকা: চীন মৃত্যুপুরী বানিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। যা মোকাবিলায় প্রতিটি দেশই ব্যবস্থা নিচ্ছে। বন্ধ করে দিচ্ছে বিদেশিদের বিশেষ করে চীন ভ্রমণকারীদের প্রবেশ। এরই জেরে চীনসহ বিশ্বের পাঁচ দেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে নেপাল।

শুক্রবার (৬ মার্চ) ঢাকার নেপাল দূতাবাস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামী ১০ মার্চ থেকে এসব দেশের নাগরিক নেপালে আর অন-অ্যারাইভাল ভিসা পাবেন না।

নেপাল দূতাবাস জানায়, করোনাভাইরাসের কারণে চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। তবে এসব দেশের নাগরিকরা নিজ নিজ দেশের নেপাল দূতাবাসে গিয়ে হেলথ সার্টিফিকেট দিয়ে ভিসা নিতে পারবেন।

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে অন্যান্য দেশ ও অন-অ্যরাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে।

আগামীনিউজ/হাসি