‘দিল্লিতে ৭০০ মানুষ নিখোঁজ’

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৫, ২০২০, ১২:১৮ পিএম

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সহিংসতায় ভারতের দিল্লিতে প্রায় সাতশ’ মানুষ নিখোঁজ হয়েছেন।

এছাড়া, দিল্লির সহিংসতাকে চাপা দেয়ার জন্য করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংঘর্ষের পর দিল্লির পরিস্থিতি করুণ। চারদিকে মৃতদেহের স্তুপ। বহু মানুষ ঘরছাড়া। নালা থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। আমার এক সাংবাদিক বন্ধু আমাকে জানিয়েছে, এখন পর্যন্ত সাতশ’ মানুষ নিখোঁজ রয়েছে। এর মধ্যে দিল্লির সহিংসতাকে চাপা দেয়ার জন্য কয়েকজন মানুষ করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে।

বাংলাদেশের যে সমস্ত মানুষ ভারতে রয়েছেন, তাদের নিয়ে তার মন্তব্য সংবাদমাধ্যম ভুল ব্যাখ্যা করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আমি কখনোই বলিনি, যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, তারা সবাই এখানকার নাগরিক। দেশভাগের সময়, পাকিস্তান থেকে অনেকেই আমাদের দেশের পাঞ্জাব, গুজরাট, দিল্লি, বাংলায় এসেছেন। বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকেও অনেকে এসেছেন। শরণার্থী আসার পর, নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, সেখানে পাকিস্তান থেকে ভারতে আসা লোকজনদের নিয়ে চু্ক্তি হয়। আবার, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে চু্ক্তি হয়। যাতে বাংলাদেশ থেকে এদেশে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়। আমি তাদের কথা বলেছিলাম।

সূত্র : এনডিটিভি

আগামীনিউজ/হাসি