নাগরিকত্ব সনদের প্রমাণ মিলেনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৫, ২০২০, ১১:৫০ এএম

ভারতীয় নাগরিকত্বের কোনো সনদ বা প্রমাণাদি নেই হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারের।

রাইট টু ইনফরমেশনের (আরটিআই) তদন্ত প্রতিবেদনে এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। কয়েকদিন আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নাগরিকত্বের সনদ না থাকার বিষয়টি সংবাদের শিরোনাম হয়।

হরিয়ানার পানিপথ শহরের এক অ্যাক্টিভিস্ট পিপি কাপুর গত ২০ জানুয়ারি হরিয়ানার মুখ্যমন্ত্রী, কেবিনেট মন্ত্রী ও গভর্নরের নাগরিকত্বের প্রমাণাদি চেয়ে আরটিআই আবেদন করেন।

এর প্রেক্ষিতে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসার পুনম রাঠি বলেছেন যে তাদের কাছে উক্ত ব্যক্তিদের নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই, হয়তো ইলেকশন কমিশনের কাছে থাকতে পারে।

অথচ মনোহর লালই গত সেপ্টেম্বরে রাজ্যের নির্বাচনী প্রচারের সময় অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও সিএএ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আগামীনিউজ/মাসুম