দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেইয়ের একটি হাসপাতাল থেকে প্রায় ২ হাজার সার্জিক্যাল (অস্ত্রোপচার) মাস্ক চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে মার্সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া মাস্কগুলো কেবলমাত্র হাসপাতালের স্টাফ ও অস্ত্রোপচার হতে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রাখা হয়েছিল। অপরাধীদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে করোনাভাইরাসের আশঙ্কায় প্যারিসের ১২০টি স্কুল বন্ধ করে দেয় ফ্রান্স সরকার।
বিবিসি জানিয়েছে, প্যারিসের উত্তরে যেসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে, সেসব এলাকায় প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলগুলো কবে খুলবে সে সম্পর্কে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
ইতোমধ্যে ফ্রান্সে ১৯১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে তিনজনের।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজারের অধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
আগামীনিউজ/হাসি