সিরিয়া সারাকেব শহরের কাছে তুর্কি ড্রোন ভূপাতিত করল

আন্তর্জাতিক ডেস্ক   মার্চ ৪, ২০২০, ১০:৩৬ এএম

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকেব শহরের কাছে একটি তুর্কি ড্রোন ভূপাতিত করেছে সিরিয় সেনারা। সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ এ শহরের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করে।

ইদলিব প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গেলে তুর্কি সেনারা এফ-১৬ জঙ্গি বিমানের সাহায্যে সিরিয় বিমানকে ভূপাতিত করে। এর কয়েক ঘণ্টা পর সিরিয়া তুরস্কের ড্রোন ভূপাতিত করার খবর দিল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে।

সিরিয়ার এম-ফোর এবং এম-ফাইভ দুই মহাসড়কের মাঝে অবস্থিত সারাকেব শহরটি। ফলে এ শহরের আলাদা গুরুত্ব রয়েছে। এরমধ্যে এম-ফাইভ মহাসড়কটি দক্ষিণে জর্দান সীমান্ত থেকে শুরু হয়েছে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর পর্যন্ত চলে গেছে।  

আগামীনিউজ/হাসি