ঢাকা : সিরিয়া সংকট সমাধানের জন্য আস্তানা শান্তি প্রক্রিয়া শক্তিশালী করা এবং পশ্চিম এশিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন। দুই প্রেসিডেন্ট শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
এ সময় প্রেসিডেন্ট রুহানি সিরিয়ার ইদলিবের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘ইদলিবের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সেখানে অবিলম্বে আস্তানা চুক্তি বাস্তবায়ন করতে হবে। সিরিয়ার একটি অংশ বছরের পর বছর ধরে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করবে এটা মেনে নেয়া যায় না। একমাত্র রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান করতে হবে।’
আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়া ও তুরস্কের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে নিজের প্রস্তুতির কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে আমেরিকা যাতে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট সিরিয়া সংকট সমাধানে আস্তানা সমঝোতাকে অত্যন্ত কার্যকর উল্লেখ করে বলেন, ‘নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার অর্থ এই নয় যে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না।’
পুতিন সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘নিজ ভূখণ্ডে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার অধিকার সিরিয়া সরকারের রয়েছে।’ শিগগিরই ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যে সিরিয়া বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে বলে পুতিন আশা প্রকাশ করেন।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বর্তমানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দামেস্ক। ওই অভিযানে সম্প্রতি ইদলিবে মোতায়েন ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে।
সূত্র : পার্স টুডে
আগামীনিউজ/সবুজ