দিল্লি সহিংসতায়

অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, এবং ‘মিরাকল বেবির’ জন্ম

আন্তর্জাতিক ডেস্ক   ফেব্রুয়ারি ২৮, ২০২০, ১২:১৩ পিএম

ঢাকা : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে এই সহিংসতা ছড়িয়ে পড়ে রাজ্যব্যাপী।

এই সহিংসতার মধ্যে মৃত্যুঝুঁকিতে পড়ে গিয়েছিলেন শাবানা পারভিন নামে ৩০ বছর বয়সী এক অন্ত:সত্ত্বা নারী। পেটে লাথি খাওয়ার পরও তিনি একটি সুস্থ শিশুর জন্ম দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই শিশুকে ‘মিরাকল বেবি’ বলে আখ্যা দিয়েছে।

জানা যায়, সহিংসতার মধ্যে পড়ে যান উত্তর-পূর্ব দিল্লির কারাওয়াল নগরের বাসিন্দা অন্ত:সত্ত্বা শাবানা এবং তার স্বামী। এ সময় পেটে উপর্যুপরি পাশবিক লাথিতে মৃত্যুঝুঁকিতে পড়ে যান শাবানা ও তার অনাগত শিশুও।

এমন পরিস্থিতিতে প্রাণে বেঁচে গিয়ে শাবানা বুধবার (২৬ ফেব্রুয়ারি) জন্ম দেন এক সুস্থ ছেলে সন্তানের। এই ঘটনাকে ‘মিরাকেল’ হিসেবেই দেখছে ভারতের গণমাধ্যম।

সংবাদ সংস্থা পিটিআইকে শাবানার শাশুড়ি নাসিমা বলেন, ঘটনার পর আমরা দ্রুত শাবানাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা বলেন আল হিন্দ হাসপাতালে নিয়ে যেতে। সেখানে নেয়ার পর একটি পুত্র সন্তানের জন্ম দেয় শাবানা।

এদিকে, গত রবিবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

আগামীনিউজ/ হাসি