আইসিজে’তে গাম্বিয়ার সাথে যোগ দেয়ার কথা ঘোষণা করেছে মালদ্বীপ 

আন্তর্জাতিক ডেস্ক   ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০২:০৫ পিএম

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজেতে রোহিঙ্গাদের ওপর চালানো মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে আইনি লড়াইয়ে আফ্রিকার মুসলিম দেশ গাম্বিয়ার সাথে যোগ দেয়ার কথা ঘোষণা করেছে মালদ্বীপ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মালদ্বীপ সরকাররের পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে তারা নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়া আইসিজেতে যে মামলা দায়ের করেছে তাতে কাজ করতে বিশ্বের প্রথমসারির মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে। গত মাসে আইসিজের বিচারকরা সর্বসম্মত এক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। তবে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষে আইসিজেতে গাম্বিয়ার করা ঐ মামলার পূর্ণাঙ্গ বিচার এবং রায় অপেক্ষমান আছে এবং এ কাজ শেষ করতে কয়েক বছর সময় লাগতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা শুরু হলে জীবন বাঁচাতে কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন।

আগামীনিউজ/হাসি