রোহিঙ্গা গণহত্যা: আইসিজেতে লড়বে অমল ক্লুনি

আর্ন্তজাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০২:৩৬ পিএম

ঢাকা : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের বিচারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মানবিধকার আইনজীবী অমল ক্লুনিকে নিয়োগ দিয়েছে মালদ্বীপ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মালদ্বীপ সরকার থেকে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকার জানায়, আফ্রিকার দেশ গাম্বিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে তারা অমল ক্লুনিকে নিয়োগ দিয়েছে। ২০১৭ সালে গাম্বিয়া আইসিজেতে মামলা করে।

উল্লেখ্য, গত মাসে আইসিজেতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় একটি অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করে আদালত। রায়ে আইসিজে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যা রোধে জরুরি ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছিল।

আগামীনিউজ/মিজান