নারীদের ছোট বা অশালীন কাপড় পরে ফেসবুকে ছবি বা ভিডিও পোস্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কম্বোডিয়া। দেশটির প্রধানমন্ত্রী এক ঘোষণায় এই নিষেধাজ্ঞা জারি করেন।
ন্যাশনাল কাউন্সিল ফর উইমেনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে মেয়েদের ছোট কাপড় পরা ছবি বা ভিডিওগুলোর উপর তদারকি করে।
ফেসবুকে নানা ধরনের প্রসাধনী দ্রব্য বিক্রি, নিজেদের লাইভ ভিডিও বা ছবি তুলে আপলোডের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
ন্যাশনাল কাউন্সিল ফর উইমেনকে তিনি বলেন, ‘আপনারা নারীদের সঙ্গে কথা বলুন। তাদের নিষেধ করুন যেন তারা ফেসবুকে খোলামেলা পোশাক পরে ছবি বা ভিডিও না দেন। এসব আমাদের সংস্কৃতিতে নেই। ছোট পোশাক পরলে তা দেশের সংস্কৃতির ওপর হামলার সমান।
তার মতে, নারীদের ওপর যে আক্রমণ নেমে আসে তা আসলে তাদের পোশাকের কারণেই। পুরুষেরা পোশাক দেখে উত্তেজিত হয়ে যান বলেই এমনটা ঘটে। ইতোমধ্যেই তার এ ধরনের নারীবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে কম্বোডিয়ায়। সরকারের এই নিষেধাজ্ঞা মানবেন না বলে জানিয়েছেন দেশের নারীরা।
আগামীনিউজ/সবুজ