জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে করোনাভাইরাসে আক্রান্ত দুই যাত্রীর মৃত্যু হয়েছে। জাহাজটিতে এ পর্যন্ত ৬২০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ক্রুজ জাহাজটি এসে পৌঁছানোর পর এর যাত্রীদের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতিতি থাকায় ডায়মন্ড প্রিন্সেসকে কোয়ারেন্টিন করে রাখা হয়। জাহাজটিতে ৩ হাজার ৭০০ এর বেশি যাত্রী রয়েছে। জাহাজটির অধিকাংশ যাত্রীই বয়স্ক।
আশির উপরে বয়স এমন দুই যাত্রীকে গত সপ্তাহেই জাহাজ থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল, সেখানেই তাদের মৃত্যু হয়। তারা দুইজনই জাপানের নাগরিক। তাদের দুইজনের শরীরেই নভেল করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল। এর মধ্যে ৮৭ বছর বয়সী পুরুষ যাত্রী হৃদরোগে ও ব্রঙ্কাইটিসে ভুগছিলেন আর ৮৪ বছর বয়সী নারী যাত্রীর মৃত্যুর কারণ নিউমেনিয়া বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড প্রিন্সেসে কাজ করতে গিয়ে দেশটির আরো দুইজন সরকারি কর্মকর্তা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। এদের একজন জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অপরজন দেশটির মন্ত্রিসভা সচিবালয়ের কর্মকর্তা। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ প্রমোদতরীটিতেই করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটে।
আগামীনিউজ/ইয়াকুব/নুসরাত