ওআইসির বৈঠকে বাদ ইরান

আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২০, ১০:০২ এএম

মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) বৈঠকে ইরানকে বাদ দিয়েছে সৌদি আরব। সোমবার (৩ ফেব্রুয়ারি) রিয়াদে এই বৈঠক হওয়ার কথা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি জানান, সৌদি আরবের সরকার ইরানি প্রতিনিধি দলকে বৈঠকে অংশ নিতে বাধা দিয়েছে। দেশটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চায় এবং পরীক্ষা করে দেখতে চায় ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত এই পরিকল্পনার প্রতি কেমন সমর্থন আছে সদস্য দেশগুলোর। আল জাজিরা।

আগামী নিউজ/এসএম/এনএনআর