ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে চীন। এক ভাইরাসের পেছনেই ছুটছে প্রভাবশালী এ দেশটি। প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে সাধারণ নাগরিক- সবাইকে ভাবাচ্ছে বিষয়টি। শুধু কি তাই? প্রাণঘাতী ভাইরাসটি দ্রুত ছড়ানোর কারণে আতঙ্ক এখন বিশ্বজুড়ে।
এদিকে চীনা ডেইলি জানিয়েছে, ভাইরাসটিতে এখনো পর্যন্ত মারা গেছে ১৩২ জন। আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৭৪ জন। এর মধ্যে হুবেইয়ের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে ১২৫ জন মারা যাওয়ার পাশাপাশি ৩ হাজার ৫৫৪ জন আক্রান্ত হয়েছে।
দেশটির গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ আকার ধারণ করতে পারে। চীন ছাড়াও ১৭টি দেশের ৭১ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে পাল্লা দিয়ে দেশটিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে।
চীনের বিভিন্ন শহর ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
আগামীনিউজ/এমআর / এনএনআর