ওয়াইফাই স্পিড বাড়ানোর সহজ কিছু উপায়

তথ্য-প্রযুক্তি ডেস্ক এপ্রিল ১৬, ২০২২, ০৯:৩০ এএম

ঢাকাঃ ব্রডব্যান্ড ইন্টারনেটের নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য ব্যবহৃত হয় ওয়াইফাই রাইটার। ব্রডব্যান্ডে দ্রুতগতির ইন্টারনেট থাকলেও ওয়াইফাইয়ের কারণে অনেক সময় সঠিক স্পিড পাওয়া যায় না। কিছু কৌশল মানলে ইন্টারনেটের স্পিড বাড়ানো সম্ভব।

ব্রডব্যান্ডের স্পিড দেখে নিন

প্রথমেই ব্রডব্যান্ড কানেকশনের স্পিড দেখে নিন। ব্রডব্যান্ডের সঠিক স্পিড একমাত্র গুগল ফাইবার ডটকমেই পাওয়া যায়। তাই গুগল ফাইবার ডটকমে গিয়ে (http://speedtest.googlefiber.net/) প্রথমেই কানেকশনের স্পিড মেপে নিন। আপনার বর্তমান আপলোড ও ডাউনলোড স্পিড দেখিয়ে দেবে এই ওয়েবসাইট।

অত্যাধুনিক ওয়াইফাই প্রযুক্তি

প্রথমেই দেখে নিন আপনার রাউটারে ওয়াইফাইয়ের লেটেস্ট প্রযুক্তি রয়েছে কি না। কম্পিউটারেও আপডেটেড ওয়্যারলেস কার্ড ব্যবহার করুন। তবেই সর্বোচ্চ স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

​নিয়মিত রাউটার রিস্টার্ট

দিনে অন্তত একবার রাউটার রিস্টার্ট করুন। এর ফলে আপনার ইন্টারনেটের স্পিড অনেকটা বেড়ে যাবে। কয়েকটি রাউটারে রিস্টার্ট শিডিউল করা যায়। যা সেট করে দিলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাউটার নিজে থেকে রিস্টার্ট হয়ে যায়। অনেক সময় ওয়াইফাই রাউটারের সঙ্গে বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস অ্যাটাচ থাকে। তাই সেক্ষেত্রে রাউটার নিয়মিত রিস্টার্ট করা প্রয়োজন। এর ফলে আপনার অজান্তে যদি কোনও স্মার্ট ডিভাইস কানেক্ট হয়ে থাকে তাহলে তা ডিসকানেক্ট হয়ে যাবে। ফলে আপনার কাজের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট স্পিড পেতে কোনও সমস্যা হবে না।

সিগন্যালের শক্তি

বাড়ির কোন অংশে ওয়াইফাইয়ের সিগনালের কত শক্তি রয়েছে তা জানার জন্য স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে নিন। এর পরে বাড়ির বিভিন্ন অংশে গিয়ে ওয়াইফাই সিগন্যালের শক্তি পরীক্ষা করে নিন।

​ইলেকট্রনিক্স সামগ্রীর পাশে রাখা উচিত নয়

বাড়ির কোন অংশে রাউটার অবস্থিত তা ইন্টারনেট স্পিডে বড় ভূমিকা পালন করে। বাড়ির কেন্দ্র বরাবর রাউটার রাখার চেষ্টা করুন। রাউটারের আশেপাশে অন্য কোন ইলেকট্রিকাল ডিভাইস রাখবেন না।

​রাউটারের রাখার স্থান

বাড়ির এমন জায়গায় রাউটার রাখুন যেখান থেকে ওয়াইফাই সিগন্যাল সঠিক ভাবে সব জায়গায় পৌঁছায়। কারণ ওয়াইফাই সিগন্যাল যদি কোনও বাধার সম্মুখীন হয় তাহলে শক্তিক্ষয় হয়। এবং ইন্টারনেট স্পিড কমতে থাকে। তাই দেওয়াল বা এই ধরনের বাধার কাছাকাছি রাইউটার রাখবেন না।

এমএম