ঢাকাঃ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১৩ সিরিজ। ১ লাখ ৩ হাজার টাকায় আইফোন ১৩ মিনি কেনা যাবে বলে জানিয়েছে অ্যাপল ডিভাইস আমদানিকারক প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড এবং আরেক প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিক্রয় কেন্দ্র।
এছাড়াও আইফোন ১৩ এর দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা (২৫৬ জিবি), আইফোন ১৩ প্রো এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (২৫৬ জিবি) ও আইফোন ১৩ প্রো ম্যাক্স এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকায় (২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে।
এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের ডিরেক্টর আবদুল মতিন বলেন, গুলশান-২, বসুন্ধরা সিটি, উত্তরা এবং আইডিবি ভবনে অবস্থিত এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের শো-রুমগুলো থেকে সকল গ্রাহক বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য ক্রয়ের ক্ষেত্রে শূণ্য শতাংশ ইন্টারেস্ট রেটে ২৪ মাসের ইএমআই সুবিধা সহ অ্যাপলের নীতি অনুসারে, এক বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন।
এদিকে গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান, শূণ্য শতাংশ ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধায় আগ্রহীরা আইফোন কিনতে পারবেন। ব্যাংক ভেদে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও রয়েছে। এছাড়াও ১৬ হাজার পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট অথবা জিএন্ডজি গিফট, এক্সচেঞ্জ বা ট্রেড-ইন সুবিধা এবং বিটিআরসি অনুমোদিত এক বছরের অফিসিয়াল ওয়্যারেন্টি পাওয়া যাবে। বৈশিষ্ট্যের দিক থেকে, আইফোন ১৩ সিরিজটি এর আগের মডেলগুলির তুলনায় বেশ কিছু পরিবর্তন এনেছে। ১৩ সিরিজের ডিসপ্লেগুলো প্রোমোশন সহ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে যার মোট রেজোলিউশন ২৭৭৮, ১২৮৪ এবং ৪৬০ পিপিআই। ফোনটির পোট্রেট মোডে এখন আরো উন্নত ভিডিও রেকর্ডিং করা সম্ভব এবং নাইট মোডে আরো ভালো ছবি তুলতে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অ্যাপারচার এফ২.৪ থেকে কমিয়ে এফ১.৮-এ আনা হয়েছে।
আইফোন ১৩ সিরিজের ১৩ ও ১৩ প্রো-এ রয়েছে ৬.১ ইঞ্চি এবং ১৩ প্রো ম্যাক্স -এ রয়েছে ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে। এছাড়াও, প্রতিটি সংস্করণে রয়েছে ১২মেগাপিক্সেল ট্রু-ডেপ্থ ক্যামেরা, ১২ মেগাপিক্সেল টেলিফোটো, ৬০এফপিএস-এ ৪কে এইচডিআর ভিডিও রেকর্ডিং সহ ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা সাথে ৫জি সাপোর্টেড এ১৫ বায়োনিক চিপসেট যা ইতোমধ্যে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
আগামীনিউজ/শরিফ