ঢাকাঃ অনির্দিষ্টকালের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বন্ধ করে দিয়েছে নাইজেরিয়া সরকার। সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যম হিসেবে টুইটার ব্যবহার হচ্ছে- এমন অভিযোগে জনপ্রিয় এই মাধ্যম বন্ধ ঘোষণা করেছে সরকার।
গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরা নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। বিবৃতি দেওয়ার দুই দিন আগে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি টুইট মুছে ফেলে টুইটার। নিয়ম ভাঙার অভিযোগে তাঁর ওই টুইট মুছে ফেলা হয়।
শুক্রবারের ওই মন্তব্যের পরও টুইটার নাইজেরিয়ায় সচল রয়েছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সেগুন আদেইয়েমি বলেন, প্রযুক্তিগত দিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না।