অন্য দেশের ব্যাংক ডাকাতি করতে উত্তর কোরিয়ার হ্যাকার আর্মি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক মে ২৭, ২০২১, ০৪:০১ পিএম

ঢাকাঃ দ্য জাপান টাইমস বলছে, ব্যাংক ডাকাতি করতে একটি হ্যাকার আর্মি বাহিনীই গড়ে তুলেছে উত্তর কোরিয়া।

বিশ্লেষকরা দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বাগিয়ে নিচ্ছে এই হ্যাকার আর্মি। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার হ্যাকার সেনা তৈরি করা হয়েছে। এদের প্রধান কাজ বিশ্বব্যাপী ব্যাংকগুলোতে সাইবার হামলা চালানো আর কাড়ি কাড়ি ডলার হাতিয়ে নেওয়া। উত্তর কোরিয়ার এসব কর্মকাণ্ডকে ‘বড় হুমকি’ হিসাবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশ। কিন্তু তাদের পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু অস্ত্র ও ব্যালাস্টিক মিসাইলের উন্নয়নে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছে দেশটির সরকার। তরুণ নেতা কিম জং উনের শাসনামলে তা আরও গতি পেয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বহু নিষেধাজ্ঞার মুখে পড়েছে পিয়ংইয়ং।