ফেসবুক রেটিংয়ের পতন প্লে স্টোরে!

তথ্য ও প্রযুক্তি ডেস্ক মে ২৩, ২০২১, ১১:২৯ এএম

ঢাকাঃ গাজা নিয়ে ফেইসবুকের বিতর্কিত ভূমিকার পর গুগল প্লে ও প্লে স্টোরে রেটিং কমেছে ফেইসবুকের। ইসরায়েলি হামলায় অসহায় ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট করায় ফেসবুক অনেকের প্রোফাইল বন্ধ করে দেওয়ায় রেটিং নিচে নেমে গেছে।

অন্যদিকে, ফেসবুক ব্যবহারকারীরা মনে করেন, পশ্চিমের দেশগুলোর মানুষের পোস্টগুলোকে বেশি গুরুত্ব দিয়ে ফেসবুক প্রচার করে। তাদের দাবি পশ্চিমের মতামত একপাক্ষিকভাবে প্রকাশ করে ফেসবুক অসম আচরণ করছে।

জানা যায়, প্লেস্টোরে ফেসবুকের রেটিং ৪ থেকে কমে ২ দশমিক ৬-এ নেমে এসেছে। এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ব্যবহারকারীরা অ্যাপটিকে গণহারে ‘১ স্টার’ দিয়ে সার্বিক রেটিংস কমিয়ে ২-এর ঘরে এনেছে।

ব্যবহারকারীরা কোম্পানিটির ওপর ক্ষোভ প্রকাশ করছে এবং গণহারে ১ স্টার রেটিং দিচ্ছে। এটা প্রমাণ করে, ফেসবুকের ব্যবহারকারীরা অসুন্তুষ্ট।