ঢাকাঃ সম্প্রতি বিশ্বের ১০৬ দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন ভুক্তভোগীরা। ফেসবুকের বিরুদ্ধে গণ-মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল প্রাইভেসি সংশ্নিষ্ট একটি প্রতিষ্ঠান।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীদের নাম, ফোন নম্বর, জন্ম তারিখ, কিছু ই-মেইল ঠিকানা, স্ট্যাটাস, অবস্থানসহ বিভিন্ন ব্যক্তিগত ডেটা। তথ্য ফাঁস হওয়াদের মধ্যে বাংলাদেশেরই রয়েছে ৩৮ লাখ ব্যবহারকারী। তিন কোটি ২০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্যের রয়েছে এক কোটি ১০ লাখ এবং ভারতের ৬০ লাখ ব্যবহারকারী।
তথ্য ফাঁস হওয়ার ঘটনায় ফেসবুকের বিরুদ্ধে আইরিশ আদালতে গণমামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ডিজিটাল রাইটস আয়ারল্যান্ড নামের একটি সংস্থাটি। সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ব্যবহারকারীদের পক্ষে মামলা দায়ের করতে যাচ্ছে। এ সম্পর্কে ডিজিটাল রাইটস আয়ারল্যান্ডের পরিচালক অ্যান্টন ও' লাচটনাইন গণমাধ্যমকে বলেছেন, ফেসবুকের বিরুদ্ধে এটাই প্রথম কোনো গণআইনি পদক্ষেপ, তবে এটাই শেষ নয়।
কিন্তু ফেইসবুক সেটি পালনে ব্যর্থ হয়েছে। প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেওয়ার এখন সময় এসেছে। তিনি অন্যান্য দেশের ভুক্তভোগী ব্যবহারকারীদের নিজ উদ্যোগে আইনি পদক্ষেপ নিতে চাইলে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি ফেসবুকের বিরুদ্ধে ১০ হাজার ৪৪৫ ডলার ক্ষতিপূরণের মামলা করার পরামর্শ দেন। এদিকে ফেসবুক জানাচ্ছে, ব্যবহারকারীদের এসব তথ্য আগেই ফাঁস হয়েছিল। এসব তথ্য উন্মুক্তই ছিল। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিতে না পারায় ফেসবুক একাধিকবার সমালোচিত হয়েছে।
এর আগে বিজ্ঞাপনদাতাদের অবৈধভাবে ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রদান করায় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করে।
আগামীনিউজ/জনী