ফেসবুক এখন স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২১, ০৮:১৫ পিএম

ঢাকা:  জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্বাভাবিক গতিতে সচল হয়েছে। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে বিদ্যমান সমস্যা কেটে যেতে দেখা গেছে। গত ২৬ মার্চ থেকে ফেসবুক বাংলাদেশে কাজ করছিল না। ব্যবহারীদের লগইন করতে, টেক্সট-ছবি পাঠাতে সমস্যা হয়েছিল। 

ফেসবুক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার ব্যাপারে বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন – বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে’। এর বাইরে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে উচ্চ পর্যায়ের নির্দেশে এমনটি করা হতে পারে বলে মনে করছেন অনেকে। বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর হঠাৎ করেই দেশজুড়ে হঠাৎ ফেসবুক সেবা বিঘ্নিত হয়।

আগামীনিউজ/মালেক