ঢাকাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে যাত্রা শুরু করলো ‘মুজিব ১০০’ অ্যাপ। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনদর্শন আর সংগ্রামের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই অ্যাপ তৈরি করেছে আইসিটি বিভাগ।
রোববার (১৪ মার্চ) তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অ্যাপটির উদ্বোধন করেন। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে আর আইফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন অ্যাপলের অ্যাপ স্টোর থেকে।
সারা দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি আর বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে যাত্রা শুরু করেছিল mujib100.gov.bd ওয়েবসাইটটি। আর ‘মুজিব ১০০’ অ্যাপটি এই ওয়েবসাইটেরই মোবাইল সংস্করণ।
তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, জনগণকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এই অ্যাপের মূল লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সব ভাষণ, তাঁর লেখা বইসহ বিভিন্ন তথ্যসমৃদ্ধ কনটেন্ট নিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে।
‘মুজিব ১০০’ অ্যাপের ফিচারগুলোর মধ্যে বঙ্গবন্ধুর জীবনের ঘটনাবলি সম্পর্কে জানতে ‘বঙ্গবন্ধুর প্রতিদিন’ বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র,৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য,বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা চিঠিপত্র এবং আত্মজীবনী আর বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরি ‘ফটো আর্কাইভ’ অন্যতম। অ্যাপের ‘ইভেন্ট’ অপশনে মুজিব শতবর্ষের বিভিন্ন উদযাপনের আপডেট জানা যাবে। বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতি আর বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ও পাওয়া যাবে এক অ্যাপে।
অ্যাপ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা গবেষণা করতে চান, তাঁর জীবন দর্শন নিয়ে বিস্তারিত জানতে চান তাদের জন্যে মুজিব ১০০ অ্যাপটি বিশেষ কাজে লাগবে। এসময় বঙ্গবন্ধুর জীবনাদর্শকে অনুসরণ ও নিজের জীবনে প্রয়োগ করতে তরুণ প্রজন্মের সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক আনোয়ারুল ইসলাম ছাড়াও অতিরিক্ত সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ বক্তব্য রাখেন। অনলাইনে ও ইন্টারনেট ছাড়া অফলাইনেও এই অ্যাপ ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুটি ভাষাতেই এটি ব্যবহার করার সুযোগ রয়েছে।
আগামীনিউজ/নাসির