উইন্ডোজ ১০ আপডেটে কম্পিউটার ক্র্যাশ!

তথ্য-প্রযুক্তি ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১২:৩৫ পিএম

গত সপ্তাহে বাজারে আসা উইন্ডোজ ১০ এর নতুন নিরাপত্তা আপডেট (কেবি৪৫২৪২৪৪) নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ব্যবহারকারীরা। নতুন এ আপডেট ইনস্টল করতে গেলেই ধীরগতির হয়ে যাচ্ছে কম্পিউটার। কখনো কম্পিউটার ক্র্যাশও করছে। 

এ বিষয়ে মাইক্রোসফট কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছে তারা। তবে ঠিক কী কারণে এ ধরনের সমস্যা হচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য না করলেও সমস্যা সমাধানে কাজ শুরু করেছে তারা। ত্রুটি সারিয়ে শিগগিরই নতুনরূপে সংস্করণটি উন্মুক্ত করা হবে।

সূত্র : ইন্টারনেট

আগামীনিউজ/হাসি