টিকার জন্য সরকারের জোরালোভাবে কথা বলা উচিত- পাপন

ডেস্ক রিপোর্ট এপ্রিল ২৪, ২০২১, ০২:৩৫ পিএম
ফাইল ফটো

ঢাকাঃ টিকার জন্য সরকারের জোরালোভাবে কথা বলা উচিত বলে মনে করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

শনিবার (২৪ এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর নাজমুল হাসান এ কথা বলেন। 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে অগ্রিম টাকা দেওয়া হয়েছে। তারা ৭০ লাখ ডোজ পাঠিয়েছে। এখনো ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি।”

নাজমুল হাসান বলেন, “সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী টিকা দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।” টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই বলে দাবি করেছেন তিনি।

ভারত-বাংলাদেশের বন্ধুত্বের বিষয়ে পাপন বলেন, “ভারত যে বাংলাদেশের বন্ধু, সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না।” 

আগামী জুন-জুলাইয়ের আগে তারা টিকা রপ্তানি করতে পারবে না বলে জানান সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা।

আগামীনিউজ/এএস