মমেক হাসপাতালে কার্ডিয়াক ক্যাথল্যাব চালু

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৩০, ২০২১, ০৬:৩৭ পিএম
ছবিঃ আগামী নিউজ
ময়মনসিংহঃ মংমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক ক্যাথল্যাবের কার্যকরী যাত্রা চালু হয়েছে ২৮ মার্চ রোজ রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে।
 
উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে, ময়মনসিংহ বাসীর জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নতুন এই কার্ডিয়াক ক্যাথল্যাব।
 
শুরুর প্রথম দিনেই ৬ জন রোগীর এঞ্জিওগ্রাম হয়েছে। এর ভিতর ২ জন রোগীর হার্টের রক্তনালির ব্লকে স্টেন্ট পড়ানো হয়েছে।
 
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা:গণপতি আদিত্য স্যার বলেন, বর্তমান সরকারের অগ্রযাত্রায় বৃহত্তর ময়মনসিংহে এই প্রথম ক্যাথল্যাব।
 
বর্তমানে করোনার হঠাৎ উর্ধ্বগতিতে অত্যন্ত সতর্কভাবে আমরা ৬ টি কেস করলাম ২ জনকে স্টেন্ট বসানো হয়েছে। আল্লাহর রহমতে এখন সুস্থ আছেন তারা।
 
পরিচালক ব্রি.জে. ডা. ফজলুল কবীর স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমি ও আমার টীমের উপর ভরসা করার জন্য। সকৃতজ্ঞ পুষ্পার্ঘ্য ডা. মোহসিন আহমেদ সোহেল ও তার টিমকে। তিনি আরোও বলেন, এনজিওগ্রামের প্রতিটি কেসের একসেস্ করেছেন আমার বিভাগের চিকিৎসক বৃন্দ যারা ছিলেন ভস্মাচ্ছাদিত অগ্নি। প্রতি সপ্তাহে বা ১০ দিনে একবার হবে এ চিকিৎসা।
 
ক্যাথল্যাব প্রতিষ্ঠার শুরু করে আজ পর্যন্ত যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়মনসিংহবাসী।
 
আগামীনিউজ/এএস