কম খরচে ‘রূপবানে’ অধিক লাভের হাতছানি

মেহেরপুর প্রতিনিধি  জানুয়ারি ২২, ২০২০, ০৯:১৪ এএম

মেহেরপুর : প্রায় ১৫ বছর ধরে ‘রূপবান’ জাতের শিমের আবাদ করে ভালো ফলন পেয়েছেন মেহেরপুরের চাষিরা। বাজারে দাম ভালো পাওয়ায় লাভবানও হচ্ছেন তারা। এই শিমের গাছ, গাছের পাতা সবুজ, ফুল ও ফল রঙিন। তাই স্থানীয়ভাবে এটি রঙিন ‘রূপবান শিম’ নামে পরিচিত। অল্প পুঁজি ও সামান্য জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে এ রঙিন শিমচাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকেই।

রূপবান জাতের শিমচাষে কৃষকদের সুফল দেখে অনেক চাষি উৎসাহিত হচ্ছেন। জেলার মাঠে মাঠে এ রূপবান রঙিন শিমের আবাদ বেড়েই চলেছে। চোখ জুড়ানো এ রঙিন শিমসহ বিভিন্ন জাতের শিমের সমারোহ চোখে পড়ে মেহেরপুরের মাঠে মাঠে ও বিভিন্ন বাড়ির আঙ্গিনায়। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে অন্যান্য জেলায়।

স্থানীয়রা জানায়, দেশি শিমের চেয়ে রূপবান জাতের শিমের ফলন বেশি এবং বাজারে এর চাহিদাও ব্যাপক। এক বিঘা জমিতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। তবে রোগ-বালাই দেখা না দিলে তা থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকার শিম বিক্রি করা যায়।

ইতিমধ্যেই ক্ষেত থেকে শিম তোলা শুরু করেছেন চাষিরা। বাজারজাত করে ভোক্তদের মধ্যে শিমের চাহিদা দেখে আরো উৎসাহিত হচ্ছেন শিমচাষিরা। এ রূপবান জাতের শিম বাজারে পেয়ে ক্রেতারাও বেশ আনন্দিত।

এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. আক্তারুজ্জামান বলেন, গত ১৫ বছর ধরে মেহেরপুরে রঙিন রূপবান জাতের শিমচাষ হচ্ছে। এ রঙিন শিম সাধারণ শিমের চাষের পদ্ধতিতে চাষ হয়। বর্তমানে মেহেরপুর জেলায় প্রায় দুই হাজার বিঘা জমিতে রঙিন রূপবান জাতের শিমচাষ হচ্ছে।

আগামীনিউজ/এমআর/এনএনআর