আমবাগানে একসঙ্গে তিন ধরনের আয়

খাগড়াছড়ি প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২০, ০৯:১১ এএম

খাগড়াছড়ি : আমের সঙ্গে আগাম তরমুজ ও পেঁপে চাষ করে সফল হয়েছেন খাগড়াছড়ির দুই কৃষক। জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ভাইবোনছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাছবান এলাকা। ২০১৭ সালে সেখানে আমবাগান করেন নবদ্বীপ চাকমা ও রিটন চাকমা নামে দুই কৃষক।

তবে আমবাগান থেকে ফলন পেতে অপেক্ষা করতে হয় দুই থেকে তিন বছর। এই সময়টা বাগান পরিচর্যায় শ্রম দিতে হয়। সেই সঙ্গে খরচও বেশ। তাই বসে না থেকে আমগাছের ফাঁকে ফাঁকে কিছু পেঁপে চারা রোপণ করেন তারা।

পেঁপের ভালো ফলন হওয়ায় পরের বছর আরো পেঁপের চারা রোপণ করেন। পাশাপাশি আগাম জাতের কিছু তরমুজের চারাও লাগান। চার থেকে সাড়ে চার মাস পর ফলন আসে তরমুজের। অসময়ের তরমুজ বিক্রি করে ভালো লাভ হয়।

এ প্রসঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মর্ত্তুজ আলী বলেন, চাষের এ পদ্ধতি ছড়িয়ে দিলে লাভবান হবেন পাহাড়ের অন্য কৃষকরাও।

আগামীনিউজ/এমআর /এনএনআর