দেশে করোনার টিকা নেয়ার সংখ্যা সাড়ে ১৩ কোটি ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০২২, ১১:৫৭ এএম

ঢাকাঃ ওমিক্রনসহ করোনাভাইরাসের নানা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সাড়ে ১৩ কোটিরও বেশি মানুষকে টিকার আওতায় এনেছে। 

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৮ কোটি ৩২ লাখ ৭ হাজার ৩৫১ জন। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার ১৫৭ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে নতুন করে দুই ডোজ মিলিয়ে আরও ১৩ লাখ ৭ হাজার ৭১৬ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯ লাখ ৫০ হাজার ৫৬০ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ৫৭ হাজার ১৫৬ জন। প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪ লাখ ৬০ হাজার ৩৮৪ জন ও নারী ১লাখ ১৪ হাজার ৯৪৬ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ৩ লাখ ২১ হাজার ৯৭৪ জন ও নারী ৪লাখ ৯০ হাজার ১৭৬ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৭৩ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ২৩৫ জন, পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৩৯ হাজার ৯৬৭ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করেন ৪ লাখ ৪০ হাজার ৩৭১ জন।

আগামীনিউজ/বুরহান