দেশে এসেছে কোভিশিল্ডের আরও ২৫ লাখ টিকা

ডেস্ক রিপোর্ট ডিসেম্বর ৯, ২০২১, ০১:৫৩ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার  তৈরি কোভিশিল্ডের ২৫ লাখ টিকা দেশে এসেছে।

বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা পৌঁছায়।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে বুধবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা এসেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ টিকা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০২০ সালের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। টিকা পেতে ভারতের প্রতিষ্ঠানটিকে অগ্রিম অর্থও পরিশোধ করেছে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী, এ বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ, ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসে দেশে।

৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর ভারতে করোনাভাইরাস মহামারি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দেয় দেশটির সরকার। এরপর প্রায় সাত মাস পর টিকা পাঠানো শুরু করে সেরাম, যে চালানে গত ৯ অক্টোবর ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছে দেশে।

আগামীনিউজ/নাসির