৫ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২১, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মোট ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

বিদ্যুৎকেন্দ্র পাঁচটি হচ্ছে- হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট, বাগেরহাটে মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ।

পাওয়ার সেল এর মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, মোট ৫টি বিদ্যুৎকেন্দ্র থেকে আজ ৮৯৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে। আগেই এগুলোর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। তবে প্রধানমন্ত্রী আজ এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখন ২০ হাজার ২৯৩ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। গত ২৭ এপ্রিল সর্বোচ্চ উৎপাদন করেছে ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৪০০০ মেগাওয়াট ধরা হয়েছে। বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৯ লাখ। কয়লা ও গ্যাস ভিত্তিক আরো একাধিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এগুলো উৎপাদনে এলে টার্গেট পূরনের পরেও অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হবে।

আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর ১১৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা ২০ হাজার ২৯৩ মেগাওয়াট। সরকার এখন পর্যন্ত প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। চলতি বছরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের লক্ষে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।