ঢাকাঃ বাংলাদেশকে চীনের পক্ষ থেকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দেওয়া হবে। শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি ভাই-বোনদের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেবে চীন।’
তবে, কবে পাঠানো হবে উপহারের ভ্যাকসিন, সে বিষয়টি উল্লেখ করেননি হুয়ালং ইয়ান। এর আগে, দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে চীন।
বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনার চুক্তিও করেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
কেনা ভ্যাকসিনের আরও ২০ লাখ ডোজ আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।