কোভ্যাক্স থেকে আগস্টে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা

ডেস্ক রিপোর্ট জুন ১২, ২০২১, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ আগামী আগস্ট মাসে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী আগস্টে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে।

এর আগে শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা পাচ্ছে। এ টিকার চালান শিগগিরই বাংলাদেশে আসবে।

উল্লেখ্য, কোভ্যাক্স হলো করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে একটি বৈশ্বিক উদ্যোগ।