স্বাধীনতার মাসে রেকর্ড রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১, ২০২১, ০৮:১৬ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসেও দেশে রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।  গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

করোনা মহামারির মধ্যেও রেকর্ড সংখ্যক রেমিট্যান্স আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, অনেকে মহামারির কারণে একবারের জন্য দেশে চলে এসেছেন। এতে তাদের জমানো টাকাও সঙ্গে এসেছে। সরকারের নগদ প্রণোদনা দেয়ার কারণেও রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-মার্চে) প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন এক হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার বা এক লাখ ৫৮ হাজার কোটি টাকা। রেমিট্যান্সপ্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে রিজার্ভ। সবশেষ ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ০৯ বিলিয়ন বা চার হাজার ৩০৯ কোটি ডলার।

সদ্য বিদায়ী মার্চ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ১৩ লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪৩ কোটি ১৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি মার্কিন ডলার এবং একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে তিন কোটি ২৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

আগামীনিউজ/নাসির