কুষ্টিয়ায় পিসিআর ল্যাব, কাল থেকে পরীক্ষা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি এপ্রিল ১৪, ২০২০, ১০:১১ এএম

কুষ্টিয়ার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হতে পারে নমুনা পরীক্ষা কার্যক্রম। এরই মধ্যে ঢাকা থেকে টেকনোলজিস্টরা পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ করেছে।

ল্যাবে কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে বেশ কয়েকজনকে চিকিৎসক ও নার্সকে। প্রতিদিন কমপক্ষে ৯০টির মত পরীক্ষা করা যাবে। কুষ্টিয়া ছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা এখানে পরীক্ষা করাতে পারবেন।  

উল্লেখ্য, জেলা হাসপাতালে পিসিআর ল্যাবটি স্থাপনের প্রতিশ্রুতি করেছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। তার প্রতিশ্রতি অনুযায়ী ল্যাবটি স্থাপন হওয়াতে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

আগামীনিউজ/মিজান