কুল বড়ুই বদলে দিয়েছে কৃষকের ভাগ্য

আগামীনিউজ ডেস্ক মার্চ ৮, ২০২০, ০৯:৩৯ এএম

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা গ্রামের আনু ইসলামের জীবন মানের উন্নতি ঘটেছে কুল বড়ুই চাষ করার মধ্য দিয়ে। গাছটির বর্তমান বয়স প্রায় ২০/২২ বছর হবে। অতীতে এ বড়ুইর বাজার চাহিদা তেমন ছিল না। ফলে এ গাছের গুরুত্বও ছিল না গাছ মালিকের কাছে।

সময় ও প্রয়োজন বর্তমানে মানুষের এত কাছে এসেছে যে, সৃষ্টির সবটাই এখন হয়েছে দুূর্লভ ও মূল্যবান। এখন আর কোন কিছুই অযত্নে অথবা অবহেলায় পড়ে থাকছে না। এক সময়ের অবহেলিত কৃষিজাত পণ্য বা খাওয়া উপযোগী যে কোন ফল এখন মানুষের ভাগ্যকে করে দিচ্ছে সুপ্রসন্ন। এগুলো সঠিক পরিচর্যা করে ক্রেতার উপযোগী করে তোলার মধ্য দিয়ে তার জীবনকে পাল্টিয়ে নিতে হচ্ছে সক্ষম।

জীবনের প্রয়োজন সব সময় থাকে, ছিল, থাকবে কিন্তু তার নূন্যতম প্রয়োজন মেটাতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। আনু ইসলাম চলে এসেছে এ উদাহারণে। তার বড়ুই গাছটি বর্তমানে বিশাল জমি জুড়ে রয়েছে। প্রতি বছর আনু ইসলাম এ গাছ থেকে ১৫ হাজার টাকার বড়ুই বিক্রি করে থাকে। এখানে তার তেমন ব্যয় নেই। আনু ইসলাম এ গাছ থেকে লাভবান হওয়ায় নতুন করে আরও ২ বিঘা জমিতে কুল বড়ুই চাষ করেছে। এখান থেকে ও প্রতি বছর প্রায় ৫০ হাজার টাকা আয় করে চলেছে।

আগামীনিউজ/মাসুম