সালমান খানকে প্রাণনাশের হুমকিদাতা গ্রেফতার

বিনোদন ডেস্ক এপ্রিল ১২, ২০২৩, ০৩:০১ পিএম

ঢাকাঃ ফের সালমান খানের বিরুদ্ধে সরব হয়েছেন হুমকিদাতারা। বলিউড ভাইজানকে দিচ্ছেন লাগাতার প্রাণনাশের হুমকি। সম্প্রতি এক হুমকিতে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল খুন করা হবে সালমানকে। এবার ওই হুমকিদাতাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

রাজস্থানের যোধপুরের রকি ভাই বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি মুম্বাই পুলিশকে ফোন করে ৩০শে এপ্রিল সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপরই তৎপর হয় পুলিশ। প্রযুক্তির সহায়তায় জানতে পারে, ফোনটি করা হয়েছে মুম্বাইয়ের পাশে থানে জেলার শাহাপুর থেকে। পুলিশ সেখানে গিয়ে দেখে হুমকি দাতা একজন কিশোর। আটক রকি ভাইকে এখন পরবর্তী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

গত বছর সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা। এক উড়ো চিঠির মাধ্যমে এই হুমকি পেয়েছিলেন তিনি। এরপর থানায় অভিযোগ জানিয়েছিল খান পরিবার। ওই ঘটনায় মহাকাল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানা গিয়েছিল, এর পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই যুক্ত আছেন।

এদিকে কিছুদিন আগে সালমানকে ক্ষমা চাইতে বলেছিলেন লরেন্স। এর অন্যথায় হলে ভয়াবহ পরিণতি হবে বলে জানিয়েছিলেন এ গ্যাংস্টার। তিনি বলেছিলেন, ‘সালমানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। সে আমার সমাজকে অপমান করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও সে ক্ষমা চয়নি। যদি সে ক্ষমা না চায়, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুক। আমি অন্য কারও উপর নির্ভর করব না। ছোটবেলা থেকেই ওর জন্য আমার মনে রাগ। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি ওকে ক্ষমা করে তাহলে আমি কিছু বলব না।’

লরেন্স বর্তমানে কারাগারে বন্দি। গত বছর জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। তাকে হত্যার পেছনে হাত ছিল লরেন্স বিষ্ণোইয়ের। সে সময়ও সালমানকে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছিল। ওই উড়ো চিঠিতে লেখা ছিল, সিধুর মতোই হত্যা করা হবে তাকে।

বুইউ