‘বাংলার গায়েন’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন মিম

বিনোদন ডেস্ক নভেম্বর ১৬, ২০২২, ০৯:৫৪ এএম

ঢাকাঃ মানুষ গান নিয়ে ভেসে বেড়ায় জীবনের ভেলায়। জীবনযুদ্ধের বক্ররেখায় গানের যুদ্ধটাও যুক্ত করে পথ চলেন—একটু প্রশান্তির জন্য গানকে সঙ্গে রাখতে হয়। এই গানের ছায়ায় মন রেখে যারা যুদ্ধ করেন তারাই সুরের মানুষ, গানের মানুষ, হোক ছোট কিংবা বড়। একজন শাহরিন সুলতানা মিমও গানের হৃদয়ে হৃদয় রেখে হাঁটছেন দূরে বহুদূরে যাওয়ার প্রত্যয়ে। শাহরিন সুলতানা মীম ‘এক চোখেতে হাসন কান্দে আরেক চোখে লালন’ গান গেয়ে লালন ভক্তদের মন জয় করেছেন। বন্ধুদের সঙ্গে করা গান ফেসবুকে আপলোড অতঃপর ভাইরাল হয়ে আলোচনায় আসেন মীম।

ফোক গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মীম। লালনগীতি বেশি গাওয়ার কারণে ‘লালনকন্যা’ নামেই পরিচিতি পান। জি-সিরিজের ব্যানারে আসে ‘রসের রসিক’ টাইটেলের গান। মীম স্বপ্নের পরিধি আরও প্রসারিত করতে যুক্ত হন আরটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’তে। পেছনের সবকিছু পুঁজি করেই তার এই গানযুদ্ধ। মীমের মেধামনন দিয়ে সেরা ১৬ জনে স্থান করে নিয়েছেন। তবে তার স্বপ্ন এই যুদ্ধে জয়ী হওয়ার, স্রোতাদের মনে জায়গা করে নেয়া। তাই বর্তমান তার ব্যস্ততা শুধুই এখন ‘আরটিভি বাংলার গায়েন সিজন-২’ নিয়ে। এই প্লাটফর্মকে তার জীবনের বড় পাঠশালা মনে করছেন।

এই বিষয়ে মীম বলেন, এখনকার ব্যস্ততা শুধুই আরটিভি বাংলার গায়েন সিজন-২ নিয়ে। এখানে সবাই ভালো গান করেন। আমার পথ এতটা দীর্ঘ হয়েছে এখানে, এজন্য শুকরিয়া। রোজ নিজেকে ভাঙছি, গড়ছি, শিখছি। নিজের সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করছি।’

বিভিন্ন চ্যানেল থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখান থেকে অনেক শেকড়ের গান উঠে আসে। তবে তিক্ত হলেও সত্যি বর্তমান প্রজন্ম শেকড়ের গান থেকে দূরে। তাই লোকসংস্কৃতি রক্ষায় আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন, এমন মন্তব্য করে মিম আরো বলেন, ‘বর্তমান অনেক সময় শেকড়ের গানগুলোই বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা মোটেই কাম্য নয়। আমরা লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। সুতরাং, লোকসংস্কৃতি রক্ষায় আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’

জীবনের উত্থান-পতনেও গান তাকে ছাড়েননি। তিনি গানের মাঝে নিজের সুখ খুঁজে পান। তার স্বপ্ন শুধুই গান নিয়ে। মিম বলেন, ‘গানকে আঁকড়ে রাখতে চাই, আগলে থাকতে চাই। লোকগানকে ছড়িয়ে দিতে চাই সর্বত্র কেননা, লোকগান আমাদের জীবনের কথা বলে।’

তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এ শুরু থেকেই মিমের সুরে মুগ্ধ বিচারকরা। এখন স্রোতাদের মন জয়ের পালা। অর্থাৎ এবার অপেক্ষা এসএমএস রাউন্ডের।

তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘এ পথে হাঁটার জন্য শ্রোতারাই আমাকে সাহস জুগিয়েছে, নিজের অদম্য ইচ্ছে আর পরিশ্রম সবকিছু যোগ হয়েছে এই সাহসের প্রতি। তাদের প্রতি কথা তাই একটাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসায় রাখবেন। এ পথে যখন এতটা পথ পাড়ি দিয়েছি, আমার এ চলার পথ দীর্ঘ হোক, সেই শুভকামনায় রাখবেন।’

‘বাংলার গায়েন সিজন-১’-এর তুমুল জনপ্রিয়তা ও সাফল্যের পর এবার শুরু হয়েছে ‘বাংলার গায়েন সিজন-২’। বেঙ্গল সিমেন্ট প্রযোজিত এই প্লাটফর্মে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা শিল্পীরা নিজের গান দিয়ে দর্শকদের মন জয় করছে।

বুইউ