বিয়ে করলেন সংগীতশিল্পী পলক মুচ্ছল ও মিঠুন

বিনোদন ডেস্ক নভেম্বর ৭, ২০২২, ১১:০০ এএম

ঢাকাঃ সাত পাকে বাঁধা পড়লেন সংগীতশিল্পী পলক মুচ্ছাল এবং সুরকার তথা সংগীতপরিচালক মিঠুন। গতকাল রোববার বিয়ের পিঁড়িতে বসলেন দুজনে। খবর আগেই পাওয়া গিয়েছিল। পলক-মিঠুনের বিয়ে নিয়ে বেশ অনেকদিন ধরেই তোড়জোড় চলছিল বলিউডে। প্রাক বিয়ের একাধিক রীতি অনুষ্ঠানের ছবিও ভাইরাল হয়েছিল নেটমাধ‍্যমে।

জানা যাচ্ছে, মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছে পলক-মিঠুনের বিয়ের আসর। পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের অনুষ্ঠান হয়েছে দুজনের। দুজনেই নাকি চেয়েছিলেন অনুষ্ঠানটা ছিমছামভাবেই হোক। তবে রিসেপশনের অনুষ্ঠান ধুমধামের সাথে করার পরিকল্পনা আছে বলে শোনা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পলক-মিঠুনের বিয়েতে বলিউডেরও কয়েকজন তারকা আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় সালমান খান, জ‍্যাকি শ্রফ, রুবিনা দিলায়েক ও রেশমি দেশাইয়ের মতো তারকাদের নাম রয়েছে, তেমনি রয়েছে সোনু নিগম, শান, হিমেশ রেশমিয়া, এ আর রহমানের মতো সংগীতশিল্পীরা।

ইতিমধ‍্যেই সামাজিক মাধ্যমে জুটির কিছু ছবি ভাইরাল হয়েছে। বিশেষ দিনে লাল ও সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন পলক। সঙ্গে গা ভরা কুন্দনের গয়না। পাশে ঘিয়ে শেরওয়ানি এবং মেরুন রঙা পাগড়ি, ওড়নায় দেখা মিলল মিঠুনের। একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন দুজনে। ক‍্যাপশনে পলক লিখেছেন, ‘আজ আমরা দুজন চিরকালের জন‍্য এক হলাম। চিরকালের সফর শুরু হল।’

প্রথমে শোনা গিয়েছেন, দুই পরিবারের তরফে দেখাশোনা করেই হয়েছে বিয়েটা। কিন্তু বলিউডের অন্দরের গুঞ্জন বলছে অন‍্য কথা। ‘আশিকি ২’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। এই নয় বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে চার হাত এক হল দুজনের।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি ২’। সেই ছবি থেকে সুরেলা এই জুটির যাত্রা শুরু। সে ছবিতেই প্রথমবার মিঠুনের সংগীত পরিচালনায় গান গেয়েছিলেন পলক। ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’, দু’টি গানই বেশ জনপ্রিয় হয়েছিল।

এরপর বহুদিন মিঠুনের সংগীত পরিচালনায় কাজ করেননি পলক। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রাফিক’ সিনেমায় সংগীত পরিচালক ও গায়িকার যুগলবন্দি দেখা যায়। মিঠুনের সুরে দু’টি গানে কণ্ঠ দিয়েছেন পলক।

বুইউ