চুরি গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তিনটি ট্রফি

বিনোদন ডেস্ক নভেম্বর ৬, ২০২২, ১১:১১ এএম

ঢাকাঃ দেশের প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনিরের মেরুল বাড্ডার বাসায় চুরি হয়েছে। এতে তার অর্জিত তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তিনটি ট্রফি এবং আরও দুটি ট্রফি খোয়া গেছে। গতকাল শনিবার সকালে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন এই গীতিকার। সাধারণ ডায়েরি নম্বর ৩৬১।

গণমাধ্যমকে মনিরুজ্জামান বলেন, ‘পশ্চিম বাড্ডার একটি বাড়ির নিচতলায় আমি ও আমার মেয়ে থাকি। রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলাম। রাত তিনটার দিকে ঘুম ভেঙে গেলে দেখি, জানালার গ্রিল ভাঙা। এরপর ঘরের মধ্যে জিনিসপত্রও এলোমেলো দেখি। একটা সময় দেখলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তিনটি ট্রফিসহ আরও দুটি পুরস্কার ঘরে নেই। পুরস্কারগুলোর জন্য খুবই খারাপ লাগছে। আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফিও চোরেরা চুরি করবে, এটা যেন কোনোভাবেই মানতেই পারছি না।’

নব্বই দশক থেকে ২০০৭ সাল পর্যন্ত একটানা চলচ্চিত্রে গান লিখেছেন মনিরুজ্জামান মনির। দুই জীবন (১৯৮৮) চলচ্চিত্রের ‘তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা’, চেতনা (১৯৮৯) চলচ্চিত্রের ‘এই হাত করে নাও হাতিয়ার’ এবং ‘দোলনা’ (১৯৯০) চলচ্চিত্রের ‘তুমি আমার কত চেনা’ গানের জন্য সেরা গীতিকারের পুরস্কার পান। এই তিন সালের তিনটি পুরস্কারসহ আরও দুটি সম্মাননা চুরি হয়ে গেছে।

বুইউ