ঢাকাঃ দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা মুনমুন। খোলস বদলে একদম নতুনরূপে ফিরছেন তিনি। ইতিবাচক চরিত্র থেকে বেরিয়ে ধরা দিচ্ছেন নেতিবাচক চরিত্রে। নায়িকা থেকে তিনি এখন পুরোপুরি খল নায়িকা। ‘রাগী’ সিনেমায় মুনমুনকে দেখা যাবে ‘ভিলেন’ চরিত্রে।
শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। মোট ২৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘রাগী’। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান। সিনেমা হলে এসে দর্শকদের সিনেমাটি উপভোগ করতে আহ্বান জানান তিনি।
মিজান বলেন, ‘দর্শকের উদ্দেশ্যে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।’
মুনমুন বলেন, ‘এই ছবিটা দেখে সবাই অনেক মজা পাবে। পরিপূর্ণ বিনোদনমূলক ছবি এটা। যেমন কমেডি আছে, তেমনি ফাইট আছে, আবার একটা সামাজিক গল্প আছে। অনেকদিন মানুষ ফাইট দেখে না, অ্যাকশন মুভি দেখে না; সে হিসেবে দর্শকের একটা রিফ্রেশমেন্ট হবে। আর আমার কাছে তো সবমিলে ছবিটা অসাধারণ মনে হয়েছে।’
অ্যাকশনধর্মী সিনেমা ‘রাগী’। এতে মুনমুন ছাড়াও অভিনয় করেছেন আচল ও আবীর চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎসহ আরও অনেকে।
এমবুইউ