‘হাওয়া’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার হচ্ছে

বিনোদন ডেস্ক আগস্ট ২৯, ২০২২, ০১:৪৫ পিএম

ঢাকাঃ প্রতিবাদের মুখে ‘হাওয়া’ সিনেমাটির বিরুদ্ধে দায়ের করা মামলা নিষ্পত্তি হতে যাচ্ছে। সমাধানের উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সেখানে জানানো হয়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের পক্ষ থেকে আপস নিষ্পত্তি করার আবেদন করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ধারা ৪৩ অনুযায়ী মামলাটি আপসযোগ্য হওয়ায়, ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক আজ (২৮ আগস্ট) বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আদালত মামলাটি প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণপূর্বক শুনেছেন এবং পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন।

মেজবাউর রহমানের প্রথম সিনেমা ‘হাওয়া’। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।  মুক্তির পর সিনেমাটি দর্শকের মাঝে সাড়া ফেলেছে।

এমবুইউ