ঢাকাঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিনেমায় কাজ করছেন। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছিলেন। মাঝে সংসার-সন্তান নিয়ে বিরতিতে ছিলেন। তবে এখন আবার তিনি রূপালি ভুবনে সরব।
জনপ্রিয় এই নায়িকা সম্প্রতি ২০২১-২২ অর্থবছরে ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদান পেয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) প্রথম দফায় অপু অনুদানের চেক হাতে পান। তথ্য ও মন্ত্রণালয়ের সভাকক্ষে তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। কেবল অপু নন, অনুদান পাওয়া অন্যদের হাতেও এদিন চেক তুলে দেওয়া হয়।
নতুন ছবিটি ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী। ‘লাল শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ নামের ছবিতে অভিনয় করেছিলেন এই শিল্পী।
উল্লেখ্য, গত মাসে ঘোষণা করা হয়েছিল ২০২১-২২ অর্থ বছরের অনুদানপ্রাপ্তদের নাম। সেখানে ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়। অনুদান পান শাকিব খানও। একই পরিমাণ অর্থ ‘মায়া’ সিনেমার জন্য দেওয়া হয় তাকে। ২০২১-২২ অর্থ বছরে মোট ১৯টি সিনেমাকে অনুদান দেওয়া হয়।
এমবুইউ