বিজেপি করায় কাজ পাচ্ছি না: রুদ্রনীল

বিনোদন ডেস্ক এপ্রিল ৩, ২০২২, ০১:৫৯ পিএম

ঢাকাঃ টালিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। কমেডি হোক কিংবা সিরিয়াস কোনো চরিত্র, সবেতেই তিনি ছক্কা হাঁকাতে জানেন। গুণী এ অভিনেতার কদর রয়েছে বাংলাদেশের দর্শকের কাছেও। অথচ গত দেড় বছর ধরে কোনো কাজ পাচ্ছেন না তিনি!

শুনে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটাই সত্য। রুদ্রনীল নিজের মুখেই স্পষ্ট ভাষায় তথ্যটি জানিয়েছেন। তার দাবি, বিজেপি দলের হয়ে রাজনীতি করার কারণেই কাজ পাচ্ছেন না তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানান, বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি। প্রত্যেক জনপ্রিয় শিল্পী যে মাত্রায় কাজ পাওয়ার কথা সে মাত্রাতেই কাজ পেতেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরই পরিস্থিতি পরবির্তন হয়ে যায়। হঠাৎ প্রায় ১৬ মাস তার হাতে কোনো কাজ নেই।

রুদ্রনীল আরও জানান, পরিচালক-প্রযোজকদের অনেকেই তাকে বলেছেন, ‘বিজেপিটা ছেড়ে দে, নাহলে তোকে কাজে নিতে অসুবিধা হচ্ছে।’

‘ভিঞ্চি দা’ খ্যাত অভিনেতা আরও বলেন, ‘বিরোধী দলের রাজনীতি করার অপরাধে কায়দা করে যদি রুজি-রুটির জায়গাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে অব্যাহতি নিতেই হবে।’

তবে কি বিজেপি ছেড়ে দেবেন রুদ্রনীল? এ প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। তিনি খোলাসা করে সেটা জানাননি। তবে ধারণা করা হচ্ছে, অভিনয়ের জন্য তিনি রাজনৈতিক জীবনে ত্যাগ স্বীকার করবেন।

উল্লেখ্য, চলতি বছরই রুদ্রনীল অভিনীত ‘স্বস্তিক সংকেত’ ও ‘আবার বছর কুড়ি পরে’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। এছাড়া এ মাসেই মুক্তি পাওয়ার কথা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’। সেখানেও অভিনয় করেছেন রুদ্র। তবে এসব ছবির শুটিং করেছিলেন ২০১৯ ও ২০২০ সালে।

এমএম