ঢাকাঃ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে বাঁকুড়া থেকে ফেরার পথে কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারে এ দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে বৃহস্পতিবার ভোরে কলকাতায় ফিরছিলেন সায়ন্তিকা। সকাল ৬টার দিকে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন দিক থেকে তার গাড়িকে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির একাংশ এবং ব্যাপক ক্ষতি হয়। এতে চোট পান এ নেত্রী-অভিনেত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটিও। হাতে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী। গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে ফের বাঁকুড়া ফিরে যান সায়ন্তিকা। ঘাতক লরিটি আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
উল্লেখ্য, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। ২০০৮ সালে নৃত্যবিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ২০০৯ সালে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত বেশ কিছু সফল সিনেমায় দেখা গেছে তাকে। জুটি বেঁধেছেন টালিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে।
অভিনয়ের পাশাপাশি সায়ন্তিকা রাজনীতিও করছেন। চলতি বছর অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যান এ নায়িকা।
আগামীনিউজ/বুরহান