ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনি হলেন ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’

বিনোদন ডেস্ক অক্টোবর ৬, ২০২১, ১২:০৯ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনির মাথায় উঠল ২০২১ সালের মিস ওয়ার্ল্ড আমেরিকার মুকুট। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে এই প্রথম কেউ এই খেতাবও জিতলেন। তার এই সফলতার পিছনে রয়েছে কঠিন একটা পথ। শৈশবে এক পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। বুকে পাকাপাকি ভাবে পেসমেকার বসাতে হয়েছিল তাকে। দুর্ঘটনার ফলে গোটা মুখে পুড়ে গিয়েছিল শ্রী-এর। সেখান থেকে একটু একটু করে ঘুরে দাঁড়ানোর লড়াই তার। লস অ্যাঞ্জেলসে ডায়ানা হেডেন শ্রীর মাথায় এই শিরোপা পরিয়ে দেয়। শ্রীর কাছে এই যশ-খ্যাতি স্বপ্নের মতোই।

মিস ওয়ার্ল্ড আমেরিকার মুকুট মাথায় ওঠার পর তিনি জানিয়েছেন, ‘আমি খুশি। একটু ভয়ও করছে। এই সব কিছুই আমার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। বিশেষ করে আমার মায়ের জন্য, যিনি সব সময় আমার সঙ্গে ছিলেন। এই খেতাব পেয়ে আমি সম্মানিত।’ ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন শ্রী সাইনি। তিনি জানান তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই খেতাব পেলেন। এই সাফল্যের জন্য মা-বাবার পাশাপাশি ঈশ্বরকেও ধন্যবাদ জানান শ্রী।

​​​​​​আগামীনিউজ/নাসির