ঢাকাঃ টলিউডের বহুল আলোচিত চিত্রনায়িকা নুসরাত জাহান। গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন তৃণমূলের এই সাংসদ। গত ৩০ আগস্ট হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে বাসায় ফিরেছেন নুসরাত।
পুত্রের নাম রেখেছেন ঈশান জাহান। তার বয়স এখন ১৮ দিন। ছোট্ট ঈশানকে বাড়িতে রেখে কাজেও ফিরেছেন তিনি। এবার পার্টি মুডে দেখা দিলেন এই অভিনেত্রী।
শনিবার (১২ সেপ্টেম্বর) কথিত প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে পার্টি মুডে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরাত। যা দেখে হতবাক নেটদুনিয়া।
এদিন রাতে কলকাতার একটি রেস্তোরাঁয় হাজির হয়েছিলেন তিনি। সাদা শর্টস স্কার্ট আর ঘন নীল স্লিভলেস টপ, খোলা চুল আর নিউড মেক আপে লাস্যময়ী রূপে লেন্সবন্দি হন নুসরাত। আর যশের পরনে ছিল ব্লু টি-শার্ট আর জিন্স।
এদিন যশ-নুসরাতের সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী-মডেল ঊষসী সেনগুপ্তও। যশ-নুসরাতের সঙ্গে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। আর তাতে এমনটা দেখা যায়।
কোনো প্রমোশনাল ইভেন্ট, না ডিনার করতে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। তবে নুসরাতের এই ছবি ফ্যান পেজ মারফত ভাইরাল নেটদুনিয়ায়। যা নিয়ে চলছে সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন—বাড়িতে কী করে আয়ার কাছে দুধের ছেলেকে রেখে নুসরাতের এভাবে ঘুরে বেড়াতে হবে!
গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। ছেলের রাখেন ঈশান। নুসরাতের মাতৃত্বকালীন পুরো সময়ে পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ।
তবে এখনও সন্তানের বাবার নাম সরাসরি মুখে প্রকাশ করেননি নুসরাত। গত বুধবার দক্ষিণ কলকাতার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুসরাত।
সেখানে সন্তানের বাবার প্রসঙ্গ আসতেই নুসরাত সাংবাদিকদের বলেন, ‘সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভালো সময় কাটাচ্ছি।’
এখনই শুটিং সেটে ফিরছেন না নুসরাত। জানালেন, ‘ঈশানের জন্য আমার সময় একটু প্রয়োজন, সাংসদ হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে বলেই এত দ্রুত আমি কাজে ফিরেছি কিন্তু এখনই ছবির জন্য কমিটেট হব না’।
এদিকে ছেলের জন্মসনদে শুধু মায়ের নাম রাখতে কী করণীয় তা জানতে কলকাতা পৌরসভায় সম্প্রতি হাজির হন নুসরাত জাহান। এখানেও সঙ্গে ছিলেন তার ‘বিশেষ বন্ধু’ যশ দাশগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পৌরসভায় গিয়ে ছেলে ঈশানের জন্মসনদে শুধু মায়ের নাম রাখার আগ্রহ জানিয়েছেন নুসরাত।
ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিয়ম মেনে যে কোনো ‘সিঙ্গেল মাদার’ তার নিজের পরিচয়ে সন্তানের জন্মসনদ বের করতে পারেন। পৌরসভার কর্মকর্তারা সে কথাই নাকি জানিয়েছেন নুসরাতকে।