ঢাকাঃ ভার্টিগো (মাথা ঘোরা) রোগে আক্রান্ত ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। অনেক দিন ধরে তিনি এই রোগে ভুগছেন। গত লকডাউনের আগে ভারত গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু সেখানে উন্নতি হয়নি।
কারাবন্দি সময়ে এই রোগ আরও মাথাচাড়া দিয়ে ওঠে পরীমনির। সেখান থেকে জামিনে মুক্তি পাওয়ার ১২ দিন পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন পরীমণি। যেগুলো তোলা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। ছবিতে পরীর গায়ে দেখা গেছে ধূসর সবুজ রঙের পাতলা টপস, মুখে মাস্ক এবং চোখে সাদা চশমা। ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’
এর আগে পরীমনি এই রোগ সম্পর্কে বলেছিলেন, “ভার্টিগো এমন একটি রোগ, যাতে আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে, ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।”
প্রসঙ্গত, কয়েক দিন আগেই সিনেমার কাজে ফিরেছেন পরীমণি। ‘মুখোশ’ নামের একটি সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ‘প্রীতিলতা’র শুটিংয়ের মাধ্যমে লাইট-ক্যামেরার সামনেও ফেরার কথা রয়েছে তার।