চলে গেলেন সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ এপ্রিল ১৭, ২০২১, ০৩:৩৮ পিএম

নারায়নগঞ্জঃ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন আনার।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ার হোসেন ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। তিনি শহরের আমলাপাড়ার তারু সরদারের ছেলে। সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ছিলেন। এছারা তিনি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিরও সদস্য ছিলেন।

জানা গেছে, গত ২২ মার্চ কোভিড-১৯ পজেটিভ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আনোয়ার হোসেন। পরে তাকে আইসিইউতেও নেওয়া হয়। লাইফ সাপোর্টে নেওয়ার কথা উঠলেও পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে তার প্রয়োজন হয়নি। তাকে বাড়িতে নিয়ে আসারও কথা চলছিল। হঠাৎ সকালে তিনি হাসপাতালেই মৃত্যুবরণ করেন। আজ শনিবার বাদ জোহর মিশনপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আগামীনিউজ/জনী