ঢাকাঃ প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন আজ। তিনি সংগীতাঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। শুধু দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার গান দিয়েই সাবিনা ইয়াসমীন বাংলার বুকে বেঁচে থাকবেন শত শত বছর।
চলচ্চিত্রে হাজার হাজার গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। আর এমনি করেই গানে গানে সাবিনা ইয়াসমীন হয়ে উঠেছেন এ দেশের তথা বাংলা ভাষাভাষীর অতিপ্রিয় একজন শিল্পী।
আজ জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ’ আয়োজিত লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করবেন সাবিনা ইয়াসমীন। সঙ্গে থাকবেন বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। থাকবেন এই প্রজন্মের কয়েকজন শিল্পী। সন্ধ্যা সাড়ে ৭টায় এই লাইভে অংশগ্রহণ করবেন সাবিনা ইয়াসমীন। নতুন প্রজন্মের শিল্পীরা গান গাইবেন আর আলোচনায় অংশ নেবেন তিনি।
জন্মদিন প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘জন্মদিন এলেই আব্বা-আম্মা এবং আমার বোনদের খুব মিস করি। কিন্তু তার পরও সবার ভালোবাসা পেয়ে আমি সে কষ্ট ভুলে থাকার চেষ্টা করি। দেশ-বিদেশ থেকে অনেকেই শুভেচ্ছা জানান। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। দ্রুত যেন আমরা করোনামুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’
এদিকে প্রয়াত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক রবিন ঘোষের সংগীত পরিচালনায় এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন। তবে ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নূরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় আলতাফ মাহমুদের সংগীত পরিচালনায় ‘মধু জোছনা দীপালি’ গানটি গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।
বরেণ্য এই সংগীতশিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারসহ সর্বোচ্চ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালে প্রমোদকার (খান আতাউর রহমানের ছদ্মনাম) পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর বিভিন্ন সময়ে আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’, মইনুল হোসেনের ‘প্রেমিক’, বুলবুল আহমেদের ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, আমজাদ হোসেনের ‘দুই জীবন’, কাজী হায়াতের ‘দাঙ্গা’, মতিন রহমানের ‘রাধাকৃষ্ণ’, মোহাম্মদ হোসেনের ‘আজ গায়েহলুদ’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ চলচ্চিত্রে প্লেব্যাক করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৭১ সালে নঈম গহরের লেখা ও আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা জুগিয়েছিল।সূত্রঃ প্রতিদিনের সংবাদ
আগামীনিউজ/ড্যানি